যোগ

যোগ কর প্রাণ মনে;-
আর কাজ কি ভাবের ভাগ-পূরণে?
হয়োনা কাতর বিয়োগে হা’স্‌বে লোকে,
দে’খে শুনে।
আগে নে’ মনকষা কসি’,
করিস্‌নে মন-কসাকসি,
সরল কর্‌রে জটিল রাশি; থাকিস্‌নে বসি,
ভবের, মিথ্যা-মিশ্র-সঙ্কলনে।
লঘিষ্ঠ-গরিষ্ঠ-ভেদে,
কেন মিছে মরিস্ কেঁদে,
ম’জে আছ ভগ্নাংশেতে, কোন্ রসেতে?
চল শুভঙ্করীর নিয়ম মে’নে।
কাজ কি রে তোর সের ছটাকে।
বেঁধে নে’ দেহের ছ’টাকে;
শিখে নেরে পরিমিতির নিয়মটাকে;
রাখ, চতুর্ভুজের গুণটি জে’নে।
কর হৃদি-ক্ষেত্র কালী,
সা’র ভবক্ষেত্রে, কালী;
তোর জ্ঞান-নেত্রে কালী কে দিলরে ঢালি;
তাইতে, ঠিকের ঘরটা ঠিক দেখিনে।
কান্ত বলে ব্যাপার বিষম,
ভু’লে আদি যোগের নিয়ম,
পৌনঃপুনিক হচ্ছে জনম, ও মন অধম!
এবার, পরীক্ষাতে পাশ পাবিনে।

কালেংড়া- আড়খেম্‌টা।