খিচুড়ী

ভারি সুনাম ক’রেছে নিধিরাম!
শোন বলি গুণ-গ্রাম;
খবরের কাগজে ক’রে ধৰ্ম্মমীমাংসা,
(যত) মাসিকে ও সাপ্তাহিকে পেলে প্রশংসা;
না যায় অন্ন পেটে, শুধু শাস্ত্র ঘেঁটে,
কেবল, পুরাতত্ত্বে আছেন মত্ত হ’য়ে অবিরাম।

সর্বধৰ্ম্মসমন্বয়ে ছিলেন নিযুক্ত;
কি প্রশস্ত ধর্ম্মপথ ক’রেছেন মুক্ত!
তত্ত্ব-সুধার সিন্ধু, ব্রাহ্ম, মুসলমান, হিন্দু,
(এবার) সবারি পিপাসা গেল সিদ্ধ মনস্কাম।

তিনি বলেন, “হরি বল চৈতন্যের মত;
(কিন্তু) মতি রেখো প্রভু যীশুখ্রীষ্টের পদে,
বুদ্ধের পথও মন্দ নয়, নানক যে সব কথা কয়,
তার, এক একটা কথার যে ভাই ভারি ভারি দাম!

ব্রাহ্মমতে আকাশশূন্য ব্রহ্মেতে মজ,
(কিন্তু) কালী নামের নাই তুলনা, মায়েরে ভজ;
(ও যা) বলেন মহম্মদ, ভারি, বেজায় তার কিম্মত,
‘খোদাতালা আল্লা’ বলে কর ভাই সেলাম।

(ভজ) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহেন্দ্র আর অরুণ,
(ভজ) বিশ্বকৰ্ম্মা, গণপতি, বায়ু, যম, বরুণ;
(ভজ) দেবদেবীদের যান, ইন্দুর, গরুড়, হনুমান,
(কর) ময়ুর, ষণ্ড, সিংহ, মহিষ, পেঁচারে, প্রণাম।

(ভজ) ঋষ্যশৃঙ্গ, অষ্টাবক্র, মরীচি, ক্রতু,
(ভজ) পুলহ, পৌলস্ত, অত্রি, অঙ্গিরা, যতু,
(পূজ) বিশ্বামিত্রে, গৌতম, অনিরুদ্রে,
(ভজ) শ্রীদাম, সুদাম, গুহক, নন্দী, ভৃঙ্গী গুণধাম।

(চল) গয়া, কাশী, বৃন্দাবন, কামাখ্যা, কালীঘাট,
(চল) শ্রীক্ষেত্র, নৈহাটী, শ্রীধাম নবদ্বীপ শ্রীপাট,
যখন যাবে হরিদ্বার, সেই রাস্তা হ’য়ে পার,
মক্কা থেকে ‘হজ’ ক’রে ভাই, ফিরে নিজ গ্রাম।

মাঝে মাঝে চার্চ্চে যেয়ো বগলে বাইবেল;
(একটা) সময় ক’রে কোরাণ সরিফ্‌ প’ড়ো, খুলে দেল্‌,
কভু গীতাটাও দেখো, আবার শিয়রে রেখো
শাস্ত্রী মশার ব্রাহ্মধৰ্ম্ম-তত্ত্ব দু’ একখান।

অহিংসা পরমধৰ্ম্ম, খেয়ো নিরামিষ;
আবার গোপনে রমজানের কাছে নিয়ে দু’ এক ডিস্;
হরিনামের মালা, হাতে ফিরিও দু’বেলা,
সন্ধ্যা ক’রো, নমাজ দিয়ে, কেউ হবে না বাম।

করে, বাইশ রোজা, একাদশী, হইয়ে শুচি;
খেয়ে শুক্‌তুনী ও ফাউলকারি, বিস্কুট ও লুচি,
চাই, টিকিটে মজবুত, যেন ফোঁটায় থাকে যুত,
ক’রো ইদ, মহরম, চড়ক, আর দোল, হইয়ে নিষ্কাম।

হুইস্কিতে তিলতুলসী করিয়ে অর্পণ,
‘জগৎ তৃপ্ত’ ব’লে গিলে ক’রো পিতার তর্পণ;
ক’রে কৃষ্ণে নিবেদন, ক’র্‌বে বীফ্‌ষ্টিক্‌ ভোজন;
রেখ বদ্‌না, কমোড্‌, কোশাকুশী, আদি সরঞ্জাম।

খেয়ে প্রকাশ্যেতে আতপান্ন, গোপনে ফাউল;
খোদার নামে দরবেশ সেজো, হরিনামে বাউল।
দীন কান্ত বলে ভাল, নিধির বলিহারি যাই।
এই অপূর্ব খিচুড়ী খেয়ে, আমি ত’ গেলাম!

খাম্বাজ কাওয়ালী- “মাতঃ শৈলসুতা”- সুর।