কিছু হ’লো না!

আমি পার হ’তে চাই, ওরা আমায় দেয়না পারের কড়ি;
আমি বলি লিখ্‌ব, ওরা দেয়না হাতে খড়ি;
কিছু হ’ল না।

ওরা খায় ক্ষীরনবনী, আমি বল্‌কা দুধ,
আমি করি তেজারতি, ওরা খায় সুদ;
কিছু হ’ল না।

আমার গাছে ফল ধরে, ওয়া সবি খায় পেড়ে,
আমি একটি হাতে কল্লেই, এসে নিয়ে যায় কেড়ে;
কিছু হ’ল না।

আতি আনি বাজার ক’রে, ওরা খায় রেঁধে,
ওরা করে রং তামাসা, আমি মরি কেঁদে;
কিছু হ’ল না।

আমি নৌকা বাঁধি, ওরা বাহার দিয়ে চড়ে,
আমি করি কড়ার হিসাব, ওরা ধরে গড়ে;
কিছু হ’ল না।

হরি ভ’জ্‌ব ব’লে নয়ন মুদি, ওরা সবাই হাসে,
আমি চাই নিরালা, ওরা কাছে ব’সে কাসে;
কিছু হ’ল না।

আমি যদি প্রদীপ জ্বালি, ওরা মারে ফুঁ,
আমার যা’তে ‘না, না’, ওদের তাতে ‘হুঁ’,
কিছু হ’ল না।

আমি আনি মাছ মাংস, ওরা মারে ছোঁ,
আমি বলি বুঝে দেখ, ওরা ধরে গোঁ;
কিছু হ’ল না।

আমি করি ফুলের বাগান, ওরা তোলে ফুল,
আমি কিনি পাকা সোণা, ওরা পরে দুল;
কিছু হ’ল না।

আমি বলি ‘সময় গেল’, ওরা বলে ‘আছে’,
(আমি) কাপড় কিনে দেই, ওরা ন্যাংটো হ’য়ে নাচে;
কিছু হ’ল না।

আমি বলি ‘বাপু সোণা’, ওরা মারে চড়,
আমি চাই ঝিরঝিরে বাতাস, ওরা বহায় ঝড়!
কিছু হ’ল না।

আমার যাত্রার সময়, ওরা ধোবা নাপিত ডাকে,
(আমি) কাণা কড়ি দাম বলি, ওরা লক্ষ টাকা হাঁকে;
কিছু হ’ল না।

তোমরা দশঠাকুরে মিলে, আমার কর একটা সালিশ,
কোন্ হুজুরের জুরিস্‌ডিকস্‌ন, কোথায় ক’র্‌ব নালিশ;
কিছু বুঝিনে।

‘কম্পেন্‌সেসন’, ‘চীটিং’, কিম্বা, হবে স্বত্বের মাম্‌লা,
কোন্ আইনে কি বলে, ভাই, বড় বড় সাম্‌লা!
আমায় ব’লে দাও।

কত বারো বৎসর গেল, হ’ল বুঝি তমাদি,
কান্ত বলে বিচার হবে, হ’লে পরে সমাধি;
কিছু ভে’ব না।

মিত্র বিভাস- কাওয়ালি।