কোলে কর

আমায়, ডেকে ডেকে, ফিরে গেছে মা;-
আমি শুনেও জবাব দিলাম না!
এল, ব্যাকুল হ’য়ে “আয় বাছা” ব’লে,-
“বাছা তোর দুঃখ আর দেখতে নারি,
আয় করি কোলে;
আয় রে, মুছিয়ে দি’ তোর মলিন বদন,
আয় রে, ঘুচিয়ে দি’ তোর বেদনা।”
আমি, দেখ্‌লাম মায়ের দুনয়নে নীর;
মায়ের স্নেহে গ’লে, ঝর ঝর
বইছে স্তনে ক্ষীর;
“আয় রে পিয়াই বাছা পিপাসিত!”
বলে, হাত বাড়া’য়ে পেলে না!
এখন, সন্ধ্যাবেলা মায়েরে খুঁজি;
আমায়, না পেয়ে মা চ’লে গেছে,
(আর) আস্‌বে না বুঝি!
মা গো, কোথা আছ কোলে কর!
আমি আর লুকা’য়ে থাক্‌ব না।

বাউলের সুর- গড় খেম্‌টা।