কৃতজ্ঞতা

বংগ-সাহিত্য-শরণ,
শ্রীল শ্রীযুক্ত কুমার শরৎ কুমার শরৎ কুমার রায় বাহাদুর
প্রশান্তোদারচরিতেষু,

নয়নের আগে মোর মৃত্যু-বিভীষিকা;
রুগ্ন, ক্ষীণ, অবসন্ন এ প্রাণ-কণিকা।
ধূলি হ’তে উঠাইয়া বক্ষে নিলে তারে,
কে ক’রেছে তুমি ছাড়া? আর কেবা পারে?
কি দিব কাঙ্গাল আমি? রোগশয্যোপরি,
গেঁথেছি এ ক্ষুদ্র মাল্য, বহু কষ্ট করি’;
ধর দীন-উপহার; এই মোর শেষ;
কুমার! করুণানিধে! দেখো, র’ল দেশ।

মেডিকেল কলেজ হাসপাতাল,
কটেজ ওয়ার্ড।
কলিকাতা, চৈত্র, ১৩১৬ সাল।

চিরকৃতজ্ঞ
গ্রন্থকার

(কবি গলার ক্যান্সারের চিকিৎসায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় কটেজ ওয়ার্ড নং ১২ থেকে গ্রন্থকারকে কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ এই কবিতাটি লিখে দেন যা প্রকাশক বইটির প্রথমে সংযুক্ত করে দেন।)