মায়া

মাগো, আমার সকলি ভ্রান্তি।
মিথ্যা জগতে, মিথ্যা মমতা;
মরুভূমি শুধু, করিতেছে ধূ ধূ!
হেথা, কেবলি পিয়াসা, কেবলি শ্রান্তি।
যবে, অরুণ-কিরণে নব-দিবা জাগে,
ফোটে নব ফুল, নব অনুরাগে,
ভুলি মা তখন, কি কাল ভীষণ
আঁধারে, ডুবিবে কনক কান্তি!
পুত্র-পরিজনে হ’য়ে পরিবৃত,
ভাবি, এ আনন্দ অনন্ত, অমৃত;
মনে নাহি হয়, মরণ-সময়
“হৃদয়বান্ধবা বিমুখা যান্তি।”
দিনে দিনে দীনের ফুরাইল দিন,
দীনতারা, ঘুচাও দীনের দুর্দ্দিন,
‘আশা’-রূপে মাগো, নিরাশ প্রাণে জাগো,
দিয়ে ও চরণ, অক্ষয়শান্তি।

বসন্ত বাহার- একতালা।