নশ্বরত্ব

আজ যদি সে, নারাজ হ’য়ে রয়;-
ভাব্‌তে প্রাণ শিউরে ওঠে, শিরায় উষ্ণ শোণিত যে বয়!
তারা সব লক্ষ্য ছেড়ে, কে যায় কার পাছে তেড়ে,
এ ওটার গায়ে পড়ে, হয় রে চূর্ণ সমুদয়;
নিভে যায় রবিশশী,
কে কোথায় যে পড়ে খসি’,
দপ্ ক’রে বাতি নিভে, হ’য়ে যায় সব অন্ধকারময়!
ধরাটা কক্ষ ত্যজে, লক্ষ্য আর পায় না খুঁজে,
আঁধারে, পাগলপারা ঘুরে বেড়ায় শূন্যময়;
কোথা থাকে দালান কোঠা,
কোনও জিনিস রয় না গোটা,
লাখ তারা চেপে পড়ে, কৰ্ম্মনিকেশ তখনি হয়!
গরবের ঘোড় হাতী, সিংহাসন, সোণার ছাতি,
বিলাসের প্রমোদ-কানন, প্রেমে হৃদয় বিনিময়;-
মারে যদি একটা ঠেলা,
তবে, ভেঙ্গে যায় এই ভবের মেলা,
ঘুচে যায় ধূলো-খেলা, হুলুস্থূল মহাপ্রলয়!
ভাই এখন দেখ্‌ রে ভেবে, বসা কি উচিত দে’বে,
কখন্ টান দিয়ে নেবে, (তার) খেয়াল বোঝা সহজ নয়;
সে যে, কি ভেবে কখন্ কি করে,
কেন ভাঙ্গে, কেন গড়ে,
কান্ত, তুই জীবন ভ’রে ভাব্‌ না, সেটা ভাবের বিষয়!

বাউলের সুর- গড়খেম্‌টা।