অধমাধম

রাখে না নিজের তরে, সব দান করে,
‘উত্তম’ বলিয়া তার খ্যাতি চরাচরে;
কিছু রাখে নিজ-তরে, কিছু করে দান,
‘মধ্যম’ সে জন, তারো প্রচুর সম্মান;

দান নাই, সব যেই নিজ-তরে রাখে,
‘অধম’ সে জন-সবে ঘৃণা করে তাকে।
নিজে নাহি ভোগ করে, না দেয় অপরে,
বল দেখি, সেই জীব কোন্ সংজ্ঞা ধরে?

উপদেশ- কৃপণ নিজের ধন-সম্পত্তি নিজেও ভোগ করে না, পরকেও দান করে না। কৃপণ অতিশয় নিকৃষ্ট বা অধম লোক।