অপরাধী

যেমনটি তুমি দিয়েছিলে মোরে,
তেমনটি আর নাই হে সখা;
(তুমি) দিয়েছিলে বড় অমূল্য রতন,-
(আমি) ফিরিয়ে এনেছি ছাই হে সখা;
যেখানে যা দিলে ভাল সাজে,
সেথা সাজাইয়াছিলে তাই হে সখা;
(আমি) ভাঙ্গিয়া চূরিয়া, সরা’য়ে নড়া’য়ে,
করিয়াছি ঠাঁই ঠাঁই হে সখা!
(আমি) আমারে দেখিয়া, কঁদিয়া কাদিয়া,
আবার তোমারে চাই হে সখা!
ভয়ে অনুতাপে, এ চরণ কাঁপে,
আছি, নীরবে দাঁড়ায়ে তাই হে সখা;
ভগ্ন মলিন বিকৃত পরাণ,
পদতলে রেখে যাই হে সখা;
(তুমি) এই করো, যেন যেমনটি ছিল,
তেম্নিটি ফিরে পাই হে সখা।

মনোহরসাই- খেম্‌টা।