অসময়ে

নয়নের বারি নয়নে রেখেছি,
হৃদয়ে রেখেছি জ্বালা।
শুকায়ে গিয়েছে প্রাণের হরষ;
শুকায়ে গিয়েছে মালা।
দেখা দিবে ব’লে কেন দিলে আশা,
আশা-পথ পানে চেয়ে রই;
(আমার) ভেঙ্গে গেছে বুক, ভেঙ্গেছে পরাণ,
সময় থাকিতে আসিলে কই!
এলে যদি, সখা, ব’স ভাঙ্গা-বুকে,
ভাঙ্গা-হৃদয়ের যাতনা লও;
মুখ পানে চেয়ে, দুখ ভুলাইয়ে,
ভাল ক’রে আজ কথাটি কও।

মিশ্র ঝিঁঝিট- একতালা।