অভিলাষ

ভীতি-সঙ্কুল এ ভবে, সদা তব
সাথে থাকি যেন, সাথে গো;
অভয়-বিতরণ চরণ-রেণু,
মাথে রাখি যেন, মাথে গো।
তোমারি নিৰ্ম্মল শান্ত আলোকে,
দীপ্ত হয় যেন দেহ-মন;
তোমারি কার্যের মধুর সফলতা,
হাতে মাখি, দু’টি হাতে গো।
মোহ-আলসে, বিলাস-লালসে,
তোমারে ভুলি’, হৃদি-দেবতা;-
পরাণ কম্পিত, বক্ষ দুরু দুরু,
কঁদে আঁখি, যেন কঁদে গো।

ইমন্‌- কাওয়ালী। “তোমারি রাগিণী জীবন-কুঞ্জে”- সুর।