পরিদেবনা

তব, করুণা-অমিয় করি’ পান,
যত, পাপ, তাপ, দুঃখ, মোহ, বিষণ্ণতা,
নিরাশা, নিরুদ্যম, পায় অবসান।
এই পাপ-চিত্ত, সদা তাপ-লিপ্ত রহি’,
এনেছে দুরপনেয় মৃত্যুবিকার বহি,
দিতেছে দারুণ দাহ হৃদয়-দেহ দহি,
দেবতা গো, দয়া করি’ কর পরিত্রাণ।
তব, মৃতপানে এই বিকৃত প্রাণে মম,
স্থানভেদে হয় কালকূট-সম,
হৃদয়ে বহ্নিজালা, নয়নে অন্ধ-তমঃ,
কোথা শাস্তিনিদান, কর শাস্তিবিধান।

নিপট কপট তুহুঁ শ্যাম- সুর।