পুরাতত্ত্ববিৎ

রাজা অশোকের ক’টা ছিল হাতী,
টোডরমল্লের ক’টা ছিল নাতী,
কালাপাহাড়ের ক’টা ছিল ছাতি,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

আকবর সাহা কাছা দিত কি না,
নুরজাহানের ক’টা ছিল বীণা,
মন্থরা ছিলেন ক্ষীণা কিংবা পীনা,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

দণ্ডক কাননে ছিল ক’টা গাছ,
কংসের পুকুরে ছিল কি কি মাছ,
কি বয়সে মরে মুনি ভরদ্বাজ,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

(মহম্মদ) গজনী খেতেন কি কি তরকারী,
সেটা জেনে রাখা কত দরকারী!
দু’শ মাথা ছিল এক চরখারই,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির

ব্রজ-গোপীগণ গণিয়া বিষাদ,
রুটি খেত, কিংবা খেত ডাল ভাত,
প্রত্যহ ক’ফোঁটা হ’ত অশ্র-পাত,
এ সধ করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

ক’ আঙ্গুল ছিল চাণক্যের টিকি,
দ্রাবিড়েতে ছিল ক’টা টিক্‌টিকি,
গৌতম-সূত্রে রেসম-সূত্রে প্রভেদ কি কি,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

কৃষ্ণের বাঁশীতে ছিল ক’টা ছ্যাঁদা,
দিলীপের বাগানে ছিল কি না গাদা,
কোন্ মুখো হ’য়ে হয় লক্ষ্য বেঁধা,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

বাদসা হুমায়ুন কাতো কি না টেড়ি,
Alexander খেতেন কি না Sherry,
মীরাবাই, কানে প’র্‌ত কি না ঢেঁড়ি,
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

পেয়েছি একটা তাম্রশাসন,
ক্রতুর ক’খানা ছিল কুশাসন,
কবে হয় কুশের অন্নপ্রাশন
এ সব করিয়া বাহির, বড় বিদ্যে ক’রেছি জাহির।

এ মাথাটা ছিল বড়ই উর্ব্বর,
বুঝিল না যত অসভ্য বর্ব্বর।
এটা, আঁধার প্রত্নতত্ত্বের গহ্বর!
ইতিহাসামৃত-পায়ীর, আমি পানীয় ক’রেছি বাহির।