পূর্ব্বরাগ

সখিরে! মরম পরশে তারি গান;
অধীর আকুল ক’রে প্রাণ
জ্যোছনা উছলি’ ওঠে, মলয়া মূরছি’ পড়ে,
কুঞ্জে কুঞ্জে ফুল ফু’টে ওঠে থরে থরে,
বিশ্ব-বিমোহন তান।
আঁখি-জলে হাসি মাখা, কি করুণ বেদনা!
হে’সে কেঁদে, নে’চে নে’চে, বলে, ‘আর কেঁদনা’;
হৃদয় দিয়েছি প্রতিদান।

মিশ্র ভূপালি- কাওয়ালি।