হৃদয়-কুসুম

তার, মঙ্গল আরতির বে’জে উঠে শাঁক!
সেই, প্রেম-অরুণের হেম-কিরণে ফু’টে থাক্‌।
দেখে শোভা, পিয়ে সুধা,
মিটে যাক্‌ নিখিলের ক্ষুধা,
আপন বিলিয়ে দে রে,
সব তৃষাতুর (সে সুধা)
লু’টে খাক্‌।

স্নিগ্ধ মলয় ব’য়ে মন্দ,
ছড়িয়ে দিক্ তোর বিমল গন্ধ,
অরুণপানে চেয়ে’ চেয়ে’,
দল গুলি তোর, (ও হৃদি-ফুল,) (ধীরে ধীরে)
টু’টে যাক্।

বাউলের সুর- গড় খেমটা।