সেবার পুরস্কার

মাতৃশ্রাদ্ধে নিজ হাতে কাঙ্গাল-বিদায়
করিছেন মহারাজ, প্রাচীন-প্রথায়।
লইয়া দু’আনা তার চাল অর্দ্ধ সের,
ঘুরিয়া দুখিনী এক আসিয়াছে ফের।

দ্বার ধীরে ল’য়ে যায় রাজার সম্মুখে;
রাজা বলে, “এসেছিস ঘুরে কোন মুখে?”
দীনা কেঁদে বলে, “পাঁচ শিশু, রুগ্ন স্বামী!”
রাজা বলে, “লক্ষ মুদ্রা তোরে দিব আমি।”

উপদেশ- না চাহিলেও প্রকৃত সেবার পুরস্কার সময়ে সময়ে পাওয়া যায়।