স্বপ্ন-পুলক

স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি,
রেখেছি স্বপনে ঢাকিয়া;
স্বপনে তাহারি মু’খানি নিরখি,
স্বপন-কুহেলি মাখিয়া।
(তারে) বর-মালা দিনু স্বপনে,
(হ’ল) হৃদি-বিনিময় গোপনে,
স্বপনে দুজনে প্রেম-আলাপনে
যাপি সারা-নিশি জাগিয়া।
(করি) স্বপ্নে মিলন-সুখ-গান,
(করি) স্বপ্নে প্রণয়-অভিমান,
(হয়) স্বপ্নে প্রেম-কলহ, যায় গো
স্বপনেরি সনে ভাঙ্গিয়া;
যা’ কিছু আমার দিতে পারি সবি
সুখ-স্বপনেরি লাগিয়া।

মিশ্র কানেড়া -একতালা।