সফল-মুহর্ত্ত

কোন্‌ শুভগ্রহালোকে, কি মঙ্গল যোগে,
চকিতে যেন গো, পাই দরশন!
সেই, ক্ষুদ্র একপল, কৃতাৰ্থ, সফল,
রোমাঞ্চিত তনু, ঝরে দুনয়ন।

আয়ুঃ যদি হ’ত সেই এক বিন্দু,
কে চাহিত দীর্ঘ-বিষাদের সিন্ধু?
তোমায় দেখিতে দেখিতে, ফুরা’ত চকিতে,
ভবের বিপদ, সম্পদ, হরষ, রোদন;

আঁখি মুদি’, আমার নিখিল উজল,
আঁখি মেলি’, আমার আঁধার সকল,
কোন্ পুণ্যে পাই, কি পাপে হারাই,
তুমি জান গো, সাধক-শরণ?

তব যাত্রা-সনে, যদি হয় লোপ
ধরণীর মায়া, নাহি রয় ক্ষোভ,
সবই ফিরে আসে, ভাঙ্গাহৃদিপাশে,
কেবল, হারাইয়া যায় সাধনার ধন;

দেবতা, আমারে কেন দুঃখ দাও,
‘দাঁড়াও’ বলিতে, দূরে চলে’ যাও,
ডেকে ডেকে মরি, ফিরে নাহি চাও,
দয়াময়! কেন নিদয় এমন?

বিভাষ- একতালা।