সখা

আমি তো তোমারে চাহিনি জীবনে,
তুমি অভাগারে চেয়েছ;
আমি না ডাকিতে, হৃদয়-মাঝারে
নিজে এসে দেখা দিয়েছ!
চির-আদরের বিনিময়ে, সখা,
চির-অবহেলা পেয়েছ,
(আমি)- দূরে ছু’টে যেতে, দু’হাত পসারি’,
ধ’রে টে’নে কোলে নিয়েছ!
“ওপথে যে’ওনা ফিরে এস”, ব’লে
কানে কানে কত ক’য়েছ;
(আমি) তবু চলে গেছি; ফিরায়ে আনিতে
পাছে পাছে ছুটে গিয়েছ।
(এই) চির অপরাধী পাতকীর বোঝা
হাসি-মুখে তুমি ব’য়েছ;
(আমার) নিজহাতে গড়া বিপদের মাঝে,
বুকে ক’রে নিয়ে রয়েছ।

মিশ্র কানেড়া- একতালা।