স্রষ্টার কৌশল

গিরি-শিরে বৃষ্টি পড়ি’ জন্মায় তুষার,
নিদাঘে গলিয়া জল হয় পুনর্ব্বার;
প্রথমে নির্ঝর, পরে বেগবতী নদী,
সিন্ধুবক্ষে জলরাশি ঢালে নিরবধি;

সিন্ধু-বারি বাষ্প হ’য়ে তপনের করে,
নির্ম্মাণ করিছে শূন্যে জলধর-স্তরে;
সেই মেঘ গিরি-শিরে পুনঃ ঢালে জল,
ঘুরে ফিরে তাই হয়, বিধির কৌশল।

উপদেশ- অতি আশ্চর্য্য কৌশলে, ভারি মজার নিয়মে সৃষ্টির কাজ গুলি অনবরত সম্পাদিত হইতেছে।