তাই ভালো

তাই ভালো, মোদের
মায়ের ঘরের শুধু ভাত;
মায়ের ঘরের ঘি সৈন্ধব,
মার বাগানের কলার পাত।
ভিক্ষার চালে কাজ নাই, সে বড় অপমান;
মোটা হোক্‌, সে সোনা মোদের মায়ের ক্ষেতের ধান;
সে যে মায়ের ক্ষেতের ধান।
মিহি কাপড় পর্‌’ব না আর যেচে পরের কাছে;
মায়ের ঘরের মোটা কাপড় পর্‌’লে কেমন সাজে;
দেখ্‌তো প’র্‌লে কেমন সাজে।
ও ভাই চাষী, ও ভাই তাঁতী, আজকে সুপ্রভাত;
ক’সে লাঙ্গল ধর ভাইরে, ক’সে চালাও তাঁত;
ক’সে চালাও ঘরের তাঁত।

জংলা- কাহারোয়া।