তাঁতী-ভাই

রে তাঁতী ভাই, একটা কথা মন লাগিয়ে শুনিস্‌;
ঘরের তাঁত যে ক’টা আছে রে,-
তোরা স্ত্রী পুরুষে বুনিস্।
এবার যে ভাই তোদের পালা,
ঘরে ব’সে, ক’সে মাকু চালা;
কলের কাপড় বিশ হবে রে,-
না হয় তোদের হবে ঊনিশ।
তোদের সেই পুরানো তাঁতে,
কাপড় বু’নে দিবি নিজের হাতে;
আমরা মাথায় ক’রে নিয়ে যাব রে,
টাকা ঘরে ব’সে গুণিস্‌!

“রে গঙ্গামাই- প্রাতে দরশন দে”- সুর।
কাহারোয়া।