উকিল

দেখ, আমরা জজের Pleader,
যত, Public movementua leader,
আর, conscience to us is a marketable thing,
(which) we sell to the highest bidder.

দেখ, annually swelling in number,
আমরা, ক’রেছি bar encumber;
আর, শামলা, চাপকানে, চেন, চশমা, দাড়িতে,
We, look so grave and sombre!

আমরা, বাদীকেও বলি “হ্যালো,
তোমার, মামলা তো অতি ভাল!”
আবার, প্রতিবাদী এলে বলি “জিতে দেবো,
কত টাকা দেবে, ফ্যালো”।

দুটো, খেয়েই কাছারী ছুটি,
আর, যা’ পাই খল্‌সে পুঁটি,
ঐ, জল কাদা ভেঙ্গে, যার যার মত,
কাড়াকাড়ি ক’রে লুটি।

দেখ, বড়ই হাভা’তে ‘হরি বোস’,
পাঁচ টাকার কমে নাই পরিতোষ,
তাই, মক্কেল, বৃদ্ধ-অঙ্গুলি দেখায়ে,
উঠে এলো, ভারি করি’ রোষ;

তখন, আমি শ্ৰী ‘নিঃস্বার্থ চাকী,
“এস চাচা মিঞা” ব’লে ডাকি;
“আরে, দু’টাকায় আমি করে দেবো চাচা,
তোমার ভাবনাটা কি?”

তখন, চাচাও দেখ্‌লে সস্তা,
রেখে গেল কাগজের বস্তা,
চাচা, চ’লে গেলে, টাকা বাজিয়ে দেখি,
ও বাবা এদু’টো যে দস্তা!

দুর্দশার কি দিব ফর্দ্দ?
দেখ, হ’য়েছি বেহায়ার হদ্দ;
কাজ যত, তার ত্রিগুণ উকিল,
মক্কেল তাহার অর্দ্ধ।

দেখ, কেউ কারো পানে চায় না,
যত, কম নিতে পার ‘বায়না’,
সেই কম কত, সে কথা ত’ দাদা,
কারো কাছে বলা যায় না!

যাঁদের, বাঁধা ঘরে আছে মাইনে,
তাঁদের, বেশি ত’ বল্‌তে চাইনে,
তাঁদের, খেদিয়ে নে যায়, ব’লে “বায় বাঁয়,
‘টক্ টক্‌’, * চল্ ডাইনে।”

Bar room ত’ চিড়িয়াখানা,
হেথা, হরলোলা পাখী নানা,
কিচির মিচির ক’রে মাথা খায়,
শোনে না কাহারো মানা;

কেউ কদাচিৎ দেখে নজির,
প্রায়, মার্‌ছে রাজা ও উজির,
আর, শ্যাম ভাবিতেছে, কেমনে রামের
হানিটি করিবে রুজির।

আমরা, একেবারে ডুবে গেছি,
‘This is dishonest advocacy’.-
দিলেন হুজুর গালি সুমধুর,
পকেটে করে এনেছি!

Courtএ ধর্ম্মাবতারের তাড়া,
বাড়ীতে, গিন্নীর নথ-নাড়া,
থতমত খাই, মাথা চুল্‌কাই,
বুঝি, মাঝখানে যাই মারা!

সুর-“আমরা বিলেত ফেত ক’ভাই”- D. L. Roy.

* গরু তাড়াইবার শব্দ।