উঠে প’ড়ে লাগ্‌

তোরা, যা কিছু একটা হ’।
Ray, কি Sinha, কি Doss, কি Shanne,
কি Dutt, কি Dwarkin; Shaw.
সাফ করে মাথা whisky চা-পানে,
ধুয়ে কালো অঙ্গ glycerine সাবানে,
ছুটে যা বিলেত, Italy, Japanএ,
(and) inspire your country-men with awe!
গুপ্ত চেষ্টায় যদি এইটে মনে হয়,
যে বাবার Iro-Safeটা তত brittle নয়,
তবে, Submit to your doom, take to
hatchet or loom,
(কিম্বা) ঐ অগতির গতি ‘law’
আর, যদিই না থাকে legal acumen,
Steal from your father’s cash-box, Rs 10,
একটু pulsatilla-nux-সম্বলিত box,
(কিনে) কর একটা হ য ব র ল।
আর, ‘Dilution’ ব্যাপারটা না হলে পছন্দ,
স্থানান্তরে গিয়ে করগে যা’ আনন্দ,

এয়ার বন্ধু নিয়ে, ব’সে যা জাঁকিয়ে,
(আর) ক’সে রসে টান raw.
দেখ্‌, না, কুমারিকা হ’তে সুদূর হিমাদ্রি,
ছেয়ে ফেলে দেশ লক্ষ লক্ষ পাদ্রি,
আর কিছু না হয়, গেয়ে যীশুর জয়,
(একটা) মেম বিয়ের যো ক’রে ল’।
আরো এক উপায়ে হ’তে পারে যশ,
একটা নূতন হবে, অর্থাৎ ‘দশম রস’,
বিলিতি যা’ কিছু সবি nonsense, bosh,
(জোরে) লিখে বা lectureএ ক’।
কান্ত বলে, একবার জাগ্‌ তোরা জাগ্‌,
ভারত মা’টার জন্যে উঠে প’ড়ে লাগ্‌,
ব’সে বিছানাতে, ধ’র্‌লে গিঁঠে বাতে,
(দেখ্‌, না), হ’লি হাঁটু-ভাঙ্গা ‘দ’।
দুত্তোর, বড় দেক্‌ সেক্ লাগে,
দেশের কপালে মার দু’শ ঝ্যাঁটা।
কবে আস্‌বেন কল্কী, বিলম্বে আর ফল কি?
দেখা দিলেই এখন ঘুচে যায় সব লেঠা।

বিলেত থেকে এল রসটা কি দারুণ!
বীর, কি বীভৎস হাস্য কি করুণ,
সব কাজে ছেলেরা জিজ্ঞাসে ‘দরুণ’;
তর্কে পঞ্চানন, এয়ারকিতে জ্যাঠা।
পড়ে A, B, C, D, খায় বার্ডস্ আই,
মুখে বলে, “মাইরি যাদু! ম’রে যাই!”
মায়ের উপর চটা, বউকে বলে “ভাই”,
টেড়ির পাখ্‌না মাথে, চোখে চস্‌মা আঁটা।
মায়ের স্বত্ব কেবল গুদোম-ভাড়া পাবেন,
(Old idiot বাপ্‌টা বসে খাবেন,
গিন্নী? হ্যাঁ-হ্যাঁ, ব’সে মোসাহেরা লবেন,
কোমল করে কভু সয় কি বাট্‌না বাঁটা?
কল-মূলো-খেকো মুনিগুলো ভ্রান্ত,
ক’রে গেছেন যত fallacious সিদ্ধান্ত,
ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ নিতান্ত,
প্রকাণ্ড foolery পৌত্তলিকতাটা।
ছত্রিশ জেতের সঙ্গে আমোদ ক’রে খাওয়া,
(আর) সচকিতভাবে চতুর্দ্দিকে চাওয়া,

স্মৃতির ম’শার ডাক-বাঙ্গলাতে যাওয়া,
(আর) বেমালুম চম্পট! বামুনটা কি ঠ্যাঁটা!
কলমাস্ত্রে উদ্ধার করেন হিন্দু nation,
ইঙ্গ-বঙ্গ-মিশ্র অদ্ভুত Conversation,
অঙ্গ শৌচে জল নেয়া botheration,
গুরুদেবটা ছুঁচো, পুরুত পাজি বেটা।
উঠিয়ে দেয়া উচিত বিবাহ-পদ্ধতি,
সন্ধ্যা-গায়ত্রীর হয় না সদর্থ-সঙ্গতি,
বক্তৃতা হাততালি, জাতীয় উন্নতি,
বুঝ্‌লি না রে কান্ত, কপালের দোষ সেটা।

আলেয়া- একতালা।