ভ্রান্তি

লোকে বলিত তুমি আছ,
ভে’বে দেখিনি আছ কিনা,
তখন আমি বুঝিনি, প্রভু,
নাস্তি গতি তোমা বিনা।
তোমারি গৃহে বসতি করি’
খেয়েছি তোমারি অন্ন,
তোমারি বায়ু দিতেছে আয়ু,
বেঁ’চে আছি তোমারি জন্য;
ক্ষুধা হরেছে তব ফলে,
পিপাসা গেছে তব জলে;
সেকি ভুল, যে ভুলে ভু’লে,
প্রভু, তোমারি নাম করিনা!
তোমারি মেঘে শস্য আনে,
ঢালি’ পীযুষজল-ধারা,
অবিরত দিতেছে আলো,
তোমারি রবি-শশি-তারা,
শীতল তব বৃক্ষচ্ছায়া,
সেবে নিয়ত, ক্লান্ত কায়া,
(তবু) তোমারি দেওয়া মন রয়েছে
ভু’লে তোমারি গুণ-গরিমা!

মিশ্র বিভাস- ঝাঁপতাল।