আপন দেশে চল

দিনের আলো নিভে গেলো
রঙের দোকান তোল,
ও বেলা গেলো, এইবার তোমার আপন দেশে চলো।

ভবের হাটে দোকান দিয়ে করলি বেচাকেনা
লাভ হইলোনা হইলো কেবল আসলেতে দেনা,
মহাজনের হিসাব দিবার সময় বয়ে গেলো
ও বেলা গেলো, এইবার তোমার আপন দেশে চলো।

মেলাতে এক রূপকুমারি তর দোকানে এলো
রূপের মায়ায় ভুলাইয়া সকল হরে নিলো,
রূপের মায়ায় ফুলের নেশায় যা হবার তাই হলো
ও বেলা গেলো, এইবার তোমার আপন দেশে চলো।

রসিক বলে হিসাব দিবার নেইতো কিছু আর
সার কেবল সেই গুরুর চরণ ধর গিয়ে তার,
গুরুর চরণ মাথায় নিয়ে ভব পাড়ে চলো
ও বেলা গেলো, এইবার তোমার আপন দেশে চলো।

কন্ঠ: মাকসুদুল হক
সুর: তুলে দেয়ার জন্য হরিশপুর, হরিনাকুণ্ডর বাউলদের কাছে ফিডব্যাক কৃতজ্ঞ।