আমরাই সর্বদা বাসের যাত্রী

আমরাই সর্বদা বাসের একমাত্র যাত্রী
কেননা শরীর আমাদের চর্বিহীন,
পায়ের পেশীগুলোও আদরে পংগু নয়
কাজেই বাসের হ্যান্ডেলে ঝুলতে দোষ নেই-
তাই আমরাই বাসের নিয়মিত যাত্রী।

বন্ধুর সংগে কিছুক্ষন সৌজন্য আলাপ
কচিৎ হয়ে ওঠে, যেহেতু আমাদের
বাসের লাইন শুরু হয় অনেক পূর্বে।
‘ইডেনে’র বিস্তীর্ন উদ্যান অথবা কি
দেখতে জানি না- কিছুসংখ্যক
লোকের ভীড় জমে, আমরাও মাঝে মাঝে
প্রানপন চেষ্টা করি দাঁড়াতে সেখানে কিন্তু-
লাইন আমাদের শুরু হয় অনেক আগেই।

প্রেমিকার কাছে ইদানীং ভবঘুরে বলেই
বিশেষভাবে আখ্যায়িত, কারন দুবোধ্য নয়।
তবুও যথাসাধ্য ঢেকে রাখি প্যান্টের তলের
অথবা সার্টের নিচের ঘর্মাক্ত বস্তুটি
যার অংগহানি হয়েছে বিবিধ অত্যাচারে।

কাজেই তোমারও যে সব কথা শুনবো
এমন ভেবো না- কেন না আমরাই বাসযাত্রী।
ভালোবাসতে অহেতুক সাধ না হয়
বন্ধ করে দাও জানালার কবাট,
মালা পরো ইন্টারকনের নিয়ন বাতির
অথবা ককটেল পার্টি কৃত্রিম আনন্দে।
তোমরা ভালোবাসো, এবং আমরা
সর্বত্র বাউণ্ডলে পোষাকে বিরাজিত।
অতএব ইচ্ছে হলেই যেতে পারো-

হে বন্ধু আমরাই একমাত্র বাসের যাত্রী,
সময় আমাদের যথেষ্ট কম প্রিয়তমা
কেননা লাইন আমাদের শুরু হয় অনেক আগেই।