বাঁকা ব্যবধান

পাতক বােলে কি ফুলকে ছোঁবাে না,
জোস্না রবে না বুকে?
যতােটুক খানি বুঝেছি তােমার না-বােঝার ছল কোরে,
তার আধখানা যদিবা সাজাই হৃদয়ের নির্জনে।
তা-ও কি পাতকী?

ঘাতকী অমন হয়েছিল কেন কিসে?
বিষাদে বিভেদে বেড়ে যায় বেলা,
মাধবীর তলা শূন্য কি প’ড়ে রবে?
তবে, চোখে যার ছড়ায়নি রােদ
সূর্যের কিছু রেনু,
তনু ঘিরে তার জ্বলবে আঁধার, অন্ধ বন্ধ পাখা?

বাঁকা হাত পেতে ডাকিনি বােলে কি এতােটা দ্বিধা?
মেধা খুঁড়ে খুঁড়ে গড়েছি বােলে কি
রক্তের মাঝে পুষেছি বােলে কি
এতাে অবহেলা!

পাতক বােলে কি ফুলকে ছোঁবাে না?
আমি বােলেই কি তােমাকে পাবাে না?
ব্যবধান জুড়ে রয়ে যাবে শুধু নীল শূন্যতা বাঁক?

২৬.০৩.৭৬ রামপাল, বাগেরহাট।