বেহুলার ভেলা ভাসে সময়ের তুমুল তুফানে

পেছনে তাকিয়ে দ্যাখো, তারপর সামনে তাকাও।
রক্তের স্মৃতিরা এসে ভিড় করে স্বচ্ছ জানালায়,
চেয়ে দ্যাখো রাজপথে স্বপ্নবান মানুষের ঝড়,
আন্দোলনের প্লাবন প্রতিরোধ করে কুকুরেরা-

রক্তমাখা মসনদে বোসে আছে বেহায়া প্রতীক
দুঃশাসনের, কায়েমি শোষনের নগ্ন প্রতিনিধি।

পেছনে তাকিয়ে দ্যাখো, বার বার ভুল হয় কেন?
শেষ আঘাতের আগে কেন যায় হারিয়ে হাতুড়ি?
নড়বড়ে খুঁটিগুলো কে গোপনে বানায় সবল?
কারা যায় মাঝরাতে প্রাসাদের গোপন বৈঠকে?

আন্দোলন বিক্রি কোরে কউ কেউ সেজেছে সেয়ানা,
সুবিধার চর্বি মেদে চকচকে তাদের জীবন!
রক্তপায়ী ড্রাকুলারা নিরুদ্বেগ আজো বেঁচে আছে।

পা চাটা কুকুরগুলো প্রকাশ্য ও গোপন রাস্তায়
আখের গোছায় আজ মানুষের মৃত্যু বিক্রি কোরে।
মিছিলের মধ্যে থাকে কিছু কিছু গোপন মনসা-

সময় সুযোগ মতো বেহুলার লোহার বাসরে
ঢুকে পড়ে কালনাগ জলপাই রঙের শরীর,
লখিন্দর- আন্দোলন নীল হয় বিষের ছোবলে।
বেহুলার ভেলা ভাসে মানুষের নিভৃত ভাষায়-

রক্তাক্ত ফাল্গুন জ্বলে কার্তিকের উন্মাতাল দিন,
নুর হোসেনের দেহ দীপ্ত তেজে ঝলমল করে।

ট্রাকের চাকায় পিষ্ট ছেলেগুলো বিশ্বস্ত গ্রেনেড,
একাত্তর জ্বলে ওঠে চেতনায় প্রবল আগুনে।
তবু কেন প্রতিবার ভুল হয়, ভুল থেকে যায়?
স্বপ্নযাত্রা-পথে থাকে কতিপয় স্বপ্নভুক কীট।

কেন থাকে কোকিলের সম্মেলনে কিছু কিছু কাক?
দেয়াল ভাঙ্গার দলে থাকে কেন দেয়াল নির্মাতা?
আজো দেখি তত্ত্বপ্রিয় অনর্থক টেবিল-তাত্ত্বিক।
মাঠের ভূমিকা নিয়ে দূরে বোসে গলাবাজি করে।

রোদ্দুরে শুকোয় রক্ত, ধুয়ে যায় অকাল বৃষ্টিতে,
জীবনের কোনো ক্ষত শুকোয় না কোনো রক্তপাত।
জাতির ললাট জুড়ে যে বেদনা রচিত হয়েছে,
কোন শুশ্রূষায় বলল আজ তাকে করবে মোচন?

ষড়যন্ত্রের গোপন কালো মেঘ চারপাশে আজ,
বিধ্বস্ত হয়েছে দ্যাখো বিশ্বাসের সুগভীর ভিত।
মিছিলের অগ্রভাগে যারা হাঁটে নিশ্চুপ গম্ভীর,
বুলেটের সামনে তারা কখনো দাড়ায় না জানি-
তাদের রয়েছে ঘর সুসজ্জিত নরোম বিছানা,
রয়েছে বানিজ্য ব্যবসায় আধুনিক দ্রুতযান,
নিশ্চিত আগামি আর পরিপুষ্ট ব্যাংকের ব্যালেন্স,
এরা কি ভাঙতে চাবে কোনদিন বৈষম্যের খাঁচা?

শুধুমাত্র পাকস্থলি- আর সব শিকেয় উঠেছে
এমন জীবনে যারা পুড়ে মরে সারাটি সময়,
চারপাশে অন্ধকার নিয়ে যারা পাড়ি দেয় দিন-
কোথায় তাদের হাত? বুকজোড়া আক্রোশের ফনা?
সম্মিলিত মানুষ কোথায়? কেড়ে নেবে যারা এই
গুটিকয় সোনার চামচ, আর বনেদি দেয়াল
ভেঙে দিয়ে একাকার কোরে দেবে- কোথায় মানুষ?
বেহুলার ভেলা ভাসে সময়ের তুমুল তুফানে।।

১৪.১২.১৯৯৪ মোংলা বন্দর