বেলা যায় বোধিদ্রুমে

এখনো কি হয়নি সময়, বোধিদ্রুম
এখনো কি আসেনি প্রত্যর্পনের রাত!

ছায়াতলে বোসে আছি দীর্ঘ সময়
দ্রাক্ষাহীন লতার নিবিড় আস্তিনের ভেতর,
সমুখে সময়ের বাঁকা জল সবল শারীরিক
বেহুলা বেহুলা ভেলায় বিশ্বাস নিরাকার ভাসে-
দ্রাক্ষাহীন জেগে আছি মৃত্তিকায় হলুদ শিকড়ে
বোধিদ্রুম, এখনো কি হয়নি সময়!

জোস্নায় দাঁড়ায় কালো বিরোধী ঘাতক
হননের রুক্ষ বসন মাখা তার তন্ত্রে তনুতে,
মৃগহীন, দ্রাক্ষাহীন আমি জাগি সাবুজিক কোলাহলে
বোধিদ্রুম, এখনো কি আসেনি সময়!

লক্ষী লক্ষীমন্ত ফসল তুলেছে ঘরে
তাই সারারাত তার নহলি ঘ্রানের পরমানু
খুঁটে খুঁটে ওরা সাজিয়েছে ইচ্ছের রুপালি থালায়।

আমি ভিন্ন ফসলের চাষ বুনেছি তরুতে,
পুষ্পে মুকুলে দেখে সম্ভাবনার পাঁচটি গভীর রেনু
বিশ্বাস নিরাকার ভাসিয়েছি বেহুলা বেহুলা ভেলা…

বেলা যায় দ্রাক্ষাহীন, বেলা যায় অতন্দ্রায়
বোধিদ্রুম, এখনো কি হয়নি সঠিক সময়
এখনো কি আসেনি প্রত্যর্পনের রাত!

০৬.০৯.৭৫ লালবাগ, ঢাকা।