বিকল্প বসতি

অভিমান ভালোবেসে ফিরেছি নিজের ভেতরে
চলতে চলতে হঠাৎ বিরুদ্ধ বাতাসে
গুটিয়ে যাওয়া সামুদ্রিক ঝিনুকের মতো
দারুন দহনের রাতে গুটিয়ে নিয়েছি সেই নগ্ন করপুট
অভিমান ভালোবেসে ভেতরে গড়েছি ঘর বিকল্প বসত।

শরীরে আবরন টেনে অন্তরালে রেখেছি ক্ষত
যত্নে আদরে লালিত প্রিয়তম একাকী বেদনাকে
মাঝরাতে ডেকে তুলে দাঁড়াই সমুখে মুখোমুখি,
আলোয় নতমুখ কাঁপে, কাঁপে না বেদনার তরু।

যে-কোনো দরোজাই প্রবেশের উপযুক্ত নয়
কিছু কিছু দুয়ার আছে যে-সব ঢোকার পথ
যে-সব খোলা থাকে, হাওয়ার গমন উপযোগি পথ থাকে-

তোমার দুয়ারে প্রত্যাখান ছিলো তাই করাঘাত কোরিনি
নিজের ভেতরে ফিরে নিজেকেই রচনা কোরেছি পথ
প্রবেশের উন্মুক্ত দরোজা

অভিমান ভালোবেসে তোমায় ভুলতে গিয়ে তোমাকেই নির্মান করেছি।