বার্থডে কেকের ভেতর মৃত্যুর পদধ্বনি

জন্মদিনে আমি মৃত্যুর কথা ভাবি,
দ্বিখণ্ডিত বার্থডে কেকের ভেতর মৃত্যুর ছায়া
ঘুরে ঘুরে নাচে আমি দেখি-
বন্ধুদের করতালির ভেতরেও শুনি
মৃত্যুর অনাহূত শব্দ!

একটি শিশু জন্ম নিলে আমি তার
পিতার ঠিকানা সন্ধান করি এবং
জারজ জন্ম ব’লে তাকে ভালোবাসি
একান্ত মনে মনে।

মুহুর্তের আনন্দে আমার জন্ম
জারজ ছাড়া আমার দ্বিতীয় পরিচয় নেই
মূলত আমরা প্রত্যেকেই অজন্মা জাত!

এবং জন্ম মানেই মৃত্যুর প্রতি আমোঘ যাত্রা
জন্মদিন মানে একটি সিড়ি অতিক্রম।

জন্মদিনে আমি মৃত্যুকে ভয় পাই
জীবনের প্রচণ্ড করতালির ভেতর
শুনি মৃত্যুর নিঃশব্দ চারন।

এক একজন জারজ জন্ম থেকে
মৃত্যুর দিকে ক্রমাগত হেঁটে যায়
কখনো জানে না সে মৃত্যুর মতো

সহচর আর কেউই দ্বিতীয় নেই।