বৃথা রক্ত

আজ শ্মশানে করুন কান্না,
নির্জন কবরের পাশে আর্তনাদ,
ক্ষুব্ধ ব্যথাহত সদ্যযৌবনা কুমারী;
মা, আত্মহত্যা করেও কাঁদে!
অসংখ আত্মা ক্রন্দনরত, ধিক্কারে
ছিঁড়ে ফেলতে চায় স্বাধীন সংসার,
তাদের বুকের রক্তে পা ভিজিয়ে
আনন্দে ভোজে মত্ত বিশ্রী খেঁকি কুকুর!
অবরুদ্ধ ক্রোধে অসহায়-
পাতাগুলো কেঁপে কেঁপে ওঠে
অপ্রকাশ্য নির্মম বেদনায়,
নিরবে আর্তনাদ করে সোনালি ধানক্ষেত।
আমরা নির্বোধ।
মাটির জন্য আমরা কাঁদি-
মাকে পারি না প্রকৃত ভালবাসতে!
একবুক রক্ত ঢেলে দিয়েছি
সবুজ সেঁদেল মাটির উপর,
সেখানে জন্ম নিয়েছে
রক্তাক্ত তাজা সূর্যমূখী,

কিন্তু-
নিভৃতে ঝরে গেল।
আমি প্রতারিত-
মিছেমিছি রক্ত দিয়ে ফুটিয়েছিলাম
লাল তাজা সূর্যমুখী।
কবরে, শ্মশানে, পথে- অরন্যে
অব্যক্ত ব্যথায় আমি কাঁদি,
বিক্ষিপ্ত পাষানের প্রতিধ্বনি
মর্মের শাখায় শাখায় গুমরে মরে!
আমার লাল রক্তটুকু বৃথা ঢেলে কি
আমি ভিজিয়েছি সবুজ সেঁদেল মাটি?