ফিরে দাঁড়াও, দেয়াল

এবার ফিরে দাঁড়াও, সামনে দেয়াল।
এ ঘুরে দাঁড়ালেই বন্দুকের ঠাণ্ডা নল
বুক ছুঁই ছুঁই,

দেয়াল পেছনে এইবার-
তোমার চোখের ‘পরে স্থির হয়ে আছে
এক জোড়া ক্ষমাহীন চোখ।

ফিরে দাঁড়াও, দেয়াল…

বন্দুকের ঠাণ্ডা নল, তার দিকে তাকাও সতর্ক চোখে,
ভুলে যেও না, তোমার জন্যে নির্ধারিত বুলেটটির চে’
কম মূল্য এখন তোমার।

চকচকে লাল ইটগুলো চমৎকার ছড়াচ্ছে সুরভি,
ওই পোড়া মাটির ভেতরে থরে থরে
সাজানো তোমার মজ্জা, মাংশ, খুলি
পরাজিত পুব পুরুষের।

ফিরে দাঁড়াও, দেয়াল, দেখছো না পথ বন্ধ।
এখন তোমাকে ফিরতেই হবে
ফনা তোলা সাপটির দিকে,
মুখোমুখি
দাঁড়াতেই হবে- ঠাণ্ডা নল, বন্দুকের
সামনে দেয়াল।

ভয় পাচ্ছো শিক্ষাহীন আঙুলের কথা ভেবে?
শৃংখলাবিহীন তোমার হাত-পা, কৌশলসমূহ,
কিন্তু সংখ্যায় অসংখ্য

এবং নিরুপায়-

এখন জলোচ্ছাসের মতো শুধু স্থলভাগে
ঝাঁপিয়ে পড়ার ঠিক মুহূর্তটি চেনা দরকার।

০১.০৬.১৩৯৫ মোংলা বন্দর