যে যার সন্ধার কাছে

শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে।

জীবনযাপন ঘিরে আছে এক বর্নময় খাঁচা,
সোনালি স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল-
শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়,
যে যার ধংশস্তুপের কাছে।

বহু শ্রমে টেনে তোলা সমুদ্রের সুবিশাল মাছ
প্রাপ্তির হাঙর যাকে দিয়ে গেছে হাড়ের চেহারা,
শেষমেশ সেই সব কংকাল টেনে তোলে
যে যার সমুদ্র থেকে,
টেনে তোলে কর্পুর ও লোবানের ঘ্রান।

দরোজা খুলেই রাস্তায় পা রাখে কেউ,
কেউ কেউ দুয়োর দাঁড়িয়ে আগে দেখে নেয় চারপাশ।
কারো কারো স্বপ্নের সিন্দুকে থাকে আজীবন- তালা,
আর কেউ ফলবান বৃক্ষের মতোন
হয়ে উঠে বিপুল সমৃদ্ধ-

তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যেও
যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে।

হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ-
তবে যে যার কাটার কাছে ফিরে যায় একদিন,
একদিন যে যার নিসঙ্গতার কাছে।।

১৬.০৮.১৩৯৬ মোংলা বন্দর