যোগ্যতা

সোজা হয়ে দাঁড়াবার প্রাকৃতিক প্রবনতা যার
শরীরে কোথাও আর একবিন্দু অবশিষ্ট নেই,
যে জানে অমেরুদণ্ডী প্রানীদের বুক ঘ’ষে চলা।
পায়ের গন্ধের প্রতি যার আছে দুর্নিবার ঝোঁক,
যে শিখেছে পা চাটার ছলাকলা, বিচিত্র কৌশল,
কুকুরের মতো যার লাথি খেতে আহ্লাদ জাগে।

স্বেচ্ছায় বাড়িয়ে রেখে পশ্চাতের মাংশময় ভূমি
যে পারে প্রভুর জন্যে এনে দিতে লাথির আরাম,
‘জ্বী হুজুর’ ছাড়া আর সব শব্দ যে গিয়েছে ভুলে।

যার কোনো স্মৃতি নেই ব্যক্তিগত দুঃখ-সুখ নেই,
কি স্বপ্নে কি জাগরনে হুজুরের জুতো মোবারক
জেগে থাকে মাথার ভেতরে যার মস্তিষ্কের মতো।

একান্ত তারই জন্যে হুজুরের দরোজাটা খোলা,
এ-সময়ে সেই পাবে সৌভাগ্যের সুগোপন সিঁড়ি।

০৩.০১.৯৩ রাজাবাজার, ঢাকা