কালের উপহার

উপহার যাহা দেয় কালের রানী,
জানিবে সকল তোমার মঙ্গল বানী।
সহসা দুখের ভারে হৃদয় ভরে,
বুঝিবে হাসি আছে তাহার করে।
ঝরায় কুসুম যদি প্রভাতবেলা,
বুঝো না এ তাহার নির্মম খেলা,
তোমার সুখের লাগি এ বাসর গ’ড়ে,
দিয়েছে রূপ রস সুধায় ভরে।
মিলনের মাঝে যদি ক্ষনিক ব্যথা আসে,
এ তাহার মিলনেরে বড় ভালবেসে।
ক্ষনিক আঁধার শেষে আলোর ছোঁয়া
প্রিয়াকে আপন করে আরো কাছে পাওয়া,
তোমায় সুখ দিতে ব্যথা আনে তাই
তোমার কল্যান ছাড়া কাম্য কিছুই নাই।

১০ চৈত্র, ১৩৭৮, লালবাগ, ঢাকা।