ক্ষুধার্ত পাপ নীল আগুনে পোড়ে

দণ্ডায়মান যে রমনী সম্মুখে আমার
দুটি ঠোঁটে হাসির আলপনা আঁকা,
সলাজে নিপুন সংগিনী য্যামোন
দৈনিক অতি প্রয়োজনীয় কথাগুলো বোলে যায়
তেমনি জানিয়ে গ্যালো নিজের সমর্পনের কথা।

উজ্জ্বল আলো নিভে গেলে চারিপাশে
অসংখ্য ক্ষুধার্ত ছুঁড়ে দেবে সহস্র হাত
নম্র সলাজ বধূ অভিজ্ঞ হাতে খুলে দেবে
আপন সায়ার ফিতে ব্রেসিয়ারের কোমল হুক।

নিজেই জ্বালিয়ে তুলবে এক গভীর অগ্নিকাণ্ড
এবং নিঃসংকোচে ভিজিয়ে নেবে বিশেষ প্রকোষ্ঠগুলি।
ক্রমশ আগুন নিভে গেলে দ্রুত হাতে তুলে নেবে যাবতীয় পোষ
এবং বিনিময়ে প্রাপ্ত অবৈধ আগুনের মূল্য।

বিষয় ক্লান্তি মেখে ফিরে যাবে বিধ্বস্ত আস্তানায়
যেখানে জারজ সন্তান তার অনাহারী সারাদিন।

(২৮.১২.১৯৭৩)