ক্রান্তিকাল

বাইরে লুট হচ্ছে রোদ্দুর-
অথচ কেউই বলছে নাঃ তোমরা বেরিয়ে এসো,
দ্যাখো, তোমাদের শীতের কাপড়গুলো
আর ভিজে ক্ষত শুকোবার একমাত্র ওষুধটুকুও
হাতছাড়া হয়ে যাচ্ছে।
দরোজা আটকে ঘরে থাকবার সময় এখন নয়,
এখন সময় নয় সঙ্গমের।

বাইরে লুট হচ্ছে রোদ্দুর-
আর গৃহবন্দি মানুষেরা
যার যার স্বপ্নের আঠায় একা একা জড়িয়ে গিয়েছে।

কেউ বলছে নাঃ নড়ে চড়ে দাঁড়াও এবার,
দ্যাখো, শিকড়েরা জন্মে গেছে পায়ের আঙুলে,
বেদনার বিবর্ণ বাঁকল ঢেকে আছে মানবিক দেহ,
অবদমনের ডালপালা গজিয়েছে নিরীহ মাথায়।

বাইরে লুট হচ্ছে রোদ্দুর-
এখন সময় নয় ভালোবাসা বৃক্ষের স্বভাব,
পাখি কিংবা হরিনের নমনীয় জীবনযাপন ছুঁয়ে থাকা
এখন সময় নয়।

উপদ্রুত জনপদে লুট হচ্ছে রোদ,
ফসলের প্রথম প্রেরণা,
নিয়ন্ত্রিত মানুষের মানবিক মুখরতা, স্বপ্নাবলী।
লোকালয়ে লুট হচ্ছে সমতার নিসর্গ-নিয়ম।

কেউ কিছু বলছে না-
কষ্টবন্দি মানুষেরা যার যার অমূলক স্বপ্নের আঠায়
একা একা জড়িয়ে রয়েছে…

(১৮.০৭.১৩৯৪ মোংলা বন্দর)