মধ্যরাতের কাক

নীরব ধরিত্রী যখন শান্ত শিশুর মত
ঘুমিয়েছে রাত্রির গাঢ় কোলে;
চিরাচরিত নিদ্রা যবে এঁকে দেয়
মৃত্যুর শীতল পেলবতা।
কাপালিক যখন তার ধ্যানে মগ্ন
নির্জন শ্মশানে। ঠিক এমন
যুগান্তের অনাবিল স্রোতের মাঝে
হঠাৎ কর্কশ স্বরে ডাকে
অলক্ষ্মী মধ্যরাতের কাক।

আমিও তেমনি – সংসারে
নিশ্চিত নীরব প্রহরগুলোয়
হঠাৎ করে গেয়ে উঠেছি
বেসুরো গান। তাই দুরাত্মা
আমি অলক্ষী কাকের মত;
আমি ভেঙ্গেছি সুপ্তি
ঠিক মধ্যরাতের কাক হয়ে।