অবরোধ চারিদিকে

কোথায় পালিয়ে যাবে তুমি!
অনুশোচনার কালো এক কুকুর তোমায়
সারাক্ষন তাড়িয়ে ফিরবে।

সৌখিন শিখরে চ’ড়ে তুমি দেখছো মাটি,
মলিন ধুলোর উপর শুয়ে থাকা ঘাস,
তুমি ইচ্ছে ঠোঁটে রঙিন সিগারেট গুঁজে বোসে আছো
অর্থহীন কোমল কার্পাশে।

অজান্তেই নেমে যাবে শিখর পাহাড়ের ধসে,
তুমি আহত নীলকন্ঠ পাখির পালকে খুঁজবে স্মৃতি০
কিছুই পাবে না। তোমাকে তাড়িয়ে ফিরবে এক
কালো কুকুর- অনুশোচনা।
তুমি কোথায় পালিয়ে যাবে?

যে-হাতে ফুল ছুঁয়েছিলে তুমি সে-হাতেই
ছুঁয়েছো পাপের পাখা, রাত্রির নির্মোক।
ফুলের কাছে একদিন তোমাকে আসতেই হবে
যন্ত্রনায় পুর্ন কোরে চোখের সকেট
নতজানু ক্ষমাপ্রার্থীর মতো।

তুমি কোথায় পালিয়ে যাবে?
সারাক্ষন ছায়ার মতো সাথে-সাথে ঘুরবে ঘাতক,
অনুশোচনার কালো এক কুকুর
তোমাকে তাড়িয়ে-তাড়িয়ে ফিরবে-
তুমি কোথায় পালিয়ে যাবে!

১১.২.৭৫ লালবাগ, ঢাকা।