অমলিন পরিচয়

সেই থেকে মনে আছে-
কপালের ডানপাশে কালাে জন্ম জরুল,
চুলের গন্ধে নেমে আসা দেবদারু-রাতে
কতটা বিভাের হতে পারে উদাস আঙুল,
সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল।

অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম,
সেই পরিচয়, আমি তাকে নিঃসঙ্গতা বলি।
তুমি কি পাখির মতাে আজো সেই স্মৃতিদের খড় চঞ্চুতে তুলে
আর কোনাে পৃথক নীড়ের তৃষ্ণায় করতলে লিখে রাখাে দাহ?

তবে কি এই শেষ, সেই থেকে হয়েছে শুরু?
তবে কি সেই প্রেম, সেই অভিজ্ঞতাটুকু,
আমাদের সমস্ত নিঃসঙ্গতা জুড়ে আছে আজো এক অধিকারে?
আজো এক অমলিন বেদনার সাম্পান বিশ্বাসে ভেসে যায়
ভেসে যায়… ভেসে যায়…

দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম,
একদিন শরীরের ঘ্রান শুঁকে তুমি বলে দিতেঃ অমিতাভ
আজ সমুদ্রে যেও না, আজ খুব ঝড় হবে-

৩১.০৭.৭৬ সিদ্ধেশ্বরী, ঢাকা।