অন্তরাল প্রার্থনা

পাতা ফুল খেয়ে গাছকে চিনতে পারিনি
এইটুকু দেখে কীভাবে তোমায় চিনবো!

যে গাছের কাছে গচ্ছিত রেখে সময়ের সারাবেলা
পাতার প্রকাশ ধারন করেছি মেধায় মাধবীতে
তবু কতোখানি ছুঁয়েছি বৃক্ষ, তরুর গভীর তনু
সারাক্ষন শুধু সুষমা দেখেছি ক্ষতকে কীভাবে দেখবো!

পালকের নিচে যে কৌতুহল রেখেছে নিখুঁত সাজিয়ে
তাকে খুঁজে খুঁজে সময় কেটেছে অচেতন বিক্ষোভে
অল উৎসে অমেয় আকাশ কীভাবে তোমাকে চিনবো!

চোখের বাইরে কারুকাজ দেখে থেমেছি ভেতরে যাইনি
চুলে ও ললাটে হাতের ছোঁয়ায় বুনেছি স্নেহের বাসনা
তবু কি পেরেছি শরীর ছাড়িয়ে পুজোঘরখানি দেখতে
কার প্রার্থনা একাকী প্রদীপে ধূপের ধোঁয়ায় গন্ধে
পুড়ছে সাঁঝের শুভদামে শুভ্রতা!

এইটুকু দেখে কতোটুকখানি দেখেছি
দ্যাখার ভেতরে না দ্যাখাই ছিলো বেশি,
দেখেই কীভাবে চিনবো তোমাকে না দেখে চিনেছি যাকে
অদ্যাখার মাঝে ছড়িয়ে ছিলো সে অচেনা বিধায় গ্রস্ত।

পাতাফুল খেয়ে গাছকে চিনিনি তোমায় কীভাবে চিনবো
এইটুকু দেখে অবয়ব বীথি কীভাবে জানবো প্রার্থনা পুজোঘর!