অভূক্ত

দিয়েছ একরাশ ক্ষুধা দাও নাই খাদ্য
পরিমান তার এত যে নগন্য।
তোমার পূজায় এ মন হবে কি বাধ্য-
যদি নাহি জোটে মোদের ক্ষুদার অন্ন?

এত যদি ছিল সাধ খোলবার বাসনা,
কেন বৃথা তবে এই আনাগোনা এখানে?
কেন তবে সখা এ মিছে জাল বোনা-
ক্ষুধিত প্রাণের অসহ্য নিরব ঘাতনে!

এত অনীহা এত অবেহলা বঞ্চনা-
এত ক্রন্দন! রিক্ততার জ্বলন্ত সাগরে।
কেন বিষে বিষ ঢালি মিছে গঞ্জনা,
ঢাকিয়া সকল মানব চোখের আঁধারে।

যদি পেয়েছি একদিনে মোরা প্রান
পেরিয়ে অনেক বাধার কঠিন প্রাচীর।
আজি কি তাহার পেয়েছি প্রতিদান?
এখনও তো হয় কাটে নাই ঘোর নিশার তিমির!

এত তৃষা-জ্বালা সহিয়া পুড়িয়া,
নাহি সাধ আর গাহিবারে গান।
আজিকে সকল লেখনী ফেলিয়া
ছুটে যাই; যদি সুধা-ক্ষুধা দেয় পরিত্রান।

৯ই জৈষ্ঠ, ১৩৭৯ লালবাগ, ঢাকা।