পলায়ন

মাতাল, এবার পাতালে চল।

চাতালে দ্যাখ দাঁতাল শুয়োর,
সংসারে তোর বন্ধ দুয়োর,
বুকটা ফাঁকা-
মাতাল, চল পাতালে যাই।

দুই ভুবনে চিনলো না কেউ,
পেছনে তোর লেগেছে কেউ,
সংসারি শব-
টবে ওদের ফুলের বাগান, ঘরের মধ্যে নারী।
মাতাল, চল পাতালে যাই।

দেহতত্ত্বে মত্ত সবাই,
আমাদের সেই দেহটি নাই,

দেহের জন্যে কেহও নাই,
আছে কেবল নেশা।

দুর্ভিক্ষের এই বাজারে
ওইটুকুনও ভিক্ষে চাবে
কাঙাল দুষ্ট লোকে-
মাতাল, চল পাতালে যাই।।

২৭.০৫.৮৬ মিঠেখালি, মোংলা।