পারলৌকিক মুলো

ঝুলিয়ে দিয়েছে সম্মুখে-এক পারলৌকিক মুলো,
ভীতি ও লালসা নাকের ডগায় কেবলি উড়ায় ধুলো।

এইবার চোখে প’রে নাও কালো অন্ধত্বের ঠুলি,
যে যতো অন্ধ তার ততো বেশি বিশ্বাসী বোলে নাম।
বিশ্বাস করো, তাহলেই হবে, পেয়ে যাবে রোশনাই।

তর্ক কোরো না ইবলিশ তবে চড়বে তোমার কাঁধে,
মহৎ তারাই ধর্মের নামে যারা করে তেজারতি।
অন্যের কাঁধে চড়ে যারা বাঁচে পরগাছা তার নাম,
স্মরনীয় তারা, অনুসরনীয়- তাদের পেছনে ছোটো।

বিশ্বাস করো, তর্ক কোরো না, তাহলেই হবে সব,
ষোড়শী তরুনী, তহুরা শরাব, আরো যতো আশনাই।
সব পাবে শুধু বিশাস কোরে অন্ধ বানাও চোখ,
ইহকাল হোক ঝরঝ’রে পাবে পরকালে পুরোপুরি।

এখানে কষ্ট, অনাহার আর অন্যায়ে ঠাসা দিন,
এসবই মায়া, দুদিনের ঘর, দুদিনের মুসাফিরি।
দুনিয়াদারির ভুলে ফাও সব, মুছে দাও লেখাজোখা,
দুনিয়া মিথ্যা, পরকাল হলো সবচেয়ে বেশি খাঁটি।

বিশ্বাস করো, দেখছো যা সবি মিথ্যা এবং ফাঁকা,
যা কিছু দ্যাখোনি সত্যি সেসব বিশ্বাস করো- চুপ!
এই বিশ্বাসে চোখ দুটো খুলে ছুঁড়ে দাও ইহকালে,
আর মগজের সচেতন কোষে তালাচাবি এঁটে দাও।
এই তো শাবাস! এখনি তুমি প্রকৃত ঈমানদার।।

২৭.১০.১৯৯৬ মোংলা বন্দর