পথের পৃথিবী

গােপনে ছিলাম নিজের মধ্যে একা
তুমি এসে কেন হঠাৎ ডাকলে করাঘাতে!
আত্মমগ্ন কুয়াশার মােহ ছিঁড়ে
দূরে তাকাতেই দেখলাম ঘন বনভূমি,
তুমি ডাকলেই মনে হলাে আমি একাকি ছিলাম।
ইতিহাস থেকে জেগে ওঠা এক শব
যেন এ-প্রথম দেখলাে নােতুন পৃথিবীকে,
যেন তার দেশে ছিলাে না আকাশ মাটি
ছিলাে না এমন রূপালি রােদের কারুকাজ-
আজ তাই তার পায়ের নিচের ধুলােমাখা ঘাসগুলাে
মনে হলাে তা-ও কতাে সুন্দর আহা!
মগ্ন ছিলাম নিজের মধ্যে একা,
তুমি এসে টেনে নামালে পথের পৃথিবীতে,
হাতছানি দিলাে জীবনের সাইমুম-
মত্ত জলের করতালি শুনে বিশ্বাসে
বাঁধলাম এই সাহসে শােভিত মাস্তুল আমাদের।

তুমি ডাকলেই মনে হলাে আমি একাকি ছিলাম,
তুমি ডাকলেই প্রিয়ময় হলাে আমার নির্জনতা।

২৪.১২.৭৬ সিদ্ধেশ্বরী, ঢাকা।