প্রত্যাশার প্রতিশ্রুতি

হাত ধরো
আমি হিংসার পৃথিবীতে এনে দেবো সুগভীর প্রেম
কবিতার অহিংস-স্বভাব।
হাত ধরো, হাত ধরো- আমি তোমাদের আরাধ্য ভুবনে
এনে দেবো ব্যতক্রিম অভিধান,
তোমাদের তমসা-সকালে আমি পৌঁছে দেবো
সমস্যাহীন এক সূর্যময় রোদ্দুর।

গভীর নিকটে বোসে আমি উষ্ণ করতলে
অনর্গল ছড়াচ্ছি আগুনের পুষ্টিকর অষুধ।
রাতের দরোজা খুলে রাস্তায় বেরোলেই
সে-রোগনাশক এসে ধুয়ে দেবে জটিল স্বভাব।

হাত ধরো, আমি একটি সঠিক নিশ্চয়তা
এনে দেবো সন্ত্রাসের দৈনন্দিন উঠোনে!

হাত ধরো- আমি সমস্ত হতাশাকে
মন্ত্রবলে নিমেশে মুছে দেবো এক সৌম যাদুকর,
ভরাট অঘ্রান এসে চেতনায়, গৃহস্থালিতে
ছড়াবে আশংকাহীন স্বপ্নের ঘ্রান-

দিঘল রাত্রি কারো শরীরে দেবে না মৃত্যুর ছোঁয়া
চোখের সকেটে কারো স্বপ্নভুক মাছি ফেলবে না শ্বাস।
হাত ধরো, আমি বেদনার দীর্ঘ রজনী থেকে
অনিদ্রা তুলে নিয়ে এনে দেবো নিশ্চিন্ত ঘুম।

হাত ধরো, হাত ধরো-
আমি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তে
এনে দেবো তৃতীয় পৃথিবীর শ্রেনীহীন কবিতার ভুবন।

৫.২.৭৫ লালবাগ, ঢাকা।