প্রত্যাশিত বিস্ফোরণ

ইতিহাস যদি বিকৃত হয়ে
আমায় স্থান দেয় আঁস্তাকুড়ে
হিটলার কিম্বা মুসোলিনীর মত
অথবা মাহমুদ শাহ কিম্বা
তুঘলককে জুড়ে দেয় যদি
আমার স্বাধীন স্বরূপে
অনুশোচনা আমার তাতে
হবে না কিঞ্চিৎ, দ্রাবিড় বা আর্যের
মত আমি আমার পশুত্বকে
জাগ্রত করব সমাজের এই
অন্ধ পশুকে নিধন করতে।

তাতে আমার জন্য নাইবা আসুক
পুষ্পার্ঘ বরণ বন্দনার লালিত্য
সুর ঝংকারিত সংগীত নাই বাজুক
আমার চতুর্পাশে; আমি একা
নিশ্চিত আমি একা এই অরন্যে
অরন্য, যা প্রকৃতই অরন্য এ ধরিত্রী
লোকের নয়, পশুর নয়, আঁধারের।

ইতিহাসের স্বর্নাক্ষরে নাইবা
একান্তে হলো লেখা নামটি আমার,
নাইবা উদল জীবনাকাশে মাের
বিচিত্র কতকগুলি সুন্দর তারা।

আমার নিরব বেদনা যা
আমি বার বার পেয়েছি
সমাজের কাছ থেকে-
তার বিফোন জানি একদিন
প্রচণ্ডভাবে হবে। ধুমোদ্‌গীরিত
অগ্নিগিরির মত আমার সত্ত্বা
আমার আত্মচেতনা প্রবল হবে

জলপ্রপাতের মত ভয়ংকর ভাবে।
ইতিহাস আবার লিখতে হবে নতুন-
আবার নতুন করে। এই যে কাল,
এ ইতিহাসে ঘুন ধরেছে। একে
ভাংতে হবে গড়তে হবে এ যুগের
সোপানের তালে তালে।

শাসনের গন্ডিতে আর যদি
ইতিহাসের পরিবর্তন হয় তবে,
যুগ ক্ষমা করলেও তাকে
আমি, আমার উদ্যত আত্মা
কোনোদিন দেবে না তার স্বীকৃতি।