রাজকীয় লাংগল

তবু ফসলে পূর্ণিমা জলের জোয়ার আছে পাললিক ভূমির ভুবন
রাজার ক্ষমতার মতো আছে একখানা ধারালো লাংগল ফলা
চকচকে ইচ্ছায় শানিত উর্বরা চাষাবাদ।

উনুনে ভাতের হাঁড়িতে সিদ্ধ হচ্ছে আমাদের যৌবন
কাটাহাত-হাড়মাংশ, মাথার সোনালি মগজ-চোখমুখ
প্রেমিকার ফ্যাকাশে ঠোঁট-স্তন-উরুসন্ধি-উর্বশী রাত
হৃদ্পিণ্ডের কালো কংকাল।

উনুনে পুড়ছে ভাত হৃদ্পিণ্ড
রক্তেমাংশে আগুন খেলছে, আগুন-আগুন-
তবু জলমাখা মেঘের পালক চারিপাশে মেলে আছে পাখা,
কতোখানি পোড়াতে পারে আগুনের অনাহারী গ্রাস
আগুন তো বিকল্প আশ্রয়ভূমি।
ঋজু করোটিতে সভ্যতা পুড়ছে অমীমাংসিত ক্লেদে,
একদিকে খরাচৌচির মাটি আর একদিকে জলে পরবাসী বন্ধুয়া
চিঠিতে চিঠিতে শুধু একরাশ কুশল বিনিময় না দ্যাখা কৌতুহলে
শূন্যতা কেঁদে ওঠে নেই- নেই- নেই

তবু একখণ্ড ভূমি আছে আজীবন কর্ষনের অপেক্ষায় নত
আছে একখানা রুপোলি লাংগল ইচ্ছার শনিত রাজার ক্ষমতা
ঘৃনায় বাসনায় পুষ্পিত রাজদণ্ড।